শিরোনাম

South east bank ad

গ্যাসপাইপ বিস্ফোরনে দেয়াল ধ্বসঃপুলিশের ত্বরিৎ সাড়া ও কর্মতৎপরতা

 প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

বংশাল এলাকায় আজ ২৩ জুলাই ২০২০ সকাল ৮ ঘটিকায় গ্যাসপাইপ বিস্ফোরনে দেয়াল ধ্বসের ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। সাথে শামিল হয় ফায়ার সার্ভিস। উভয়ে মিলে চালাতে থাকে উদ্ধার তৎপরতা। উদ্ধার হয় জাবেদ(৩০),শিউলি(২৫),জান্নাত(০৩)। পুলিশ তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে সুচিকিৎসার জন্য প্রেরণ করেন। পরবর্তীতে মইনুল (০১) নামের একটি শিশু দেয়াল চাপা অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় পুলিশ উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে প্রেরণ করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 115897524_2769066893309635_8260548056471119964_o পুলিশ মাইকিং করে আশেপাশের ভবন থেকে বাসিন্দাদের পার্শবর্তী এলাকায় সরিয়ে নেয়। সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদেরকে উক্ত কাজে সংযুক্ত করা হয়েছে। ডিএমপির বোম ডিসপোসাল ইউনিট ঘটনাস্হল পরিদর্শন করেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকবে। উদ্ধারকৃত দের সার্বক্ষনিক খোঁজ নেয়া হচ্ছে। উক্ত ঘটনার দায় নিরুপন করে প্রয়োজনীয় আইনী পদক্ষেপের জন্য পুলিশের সদস্যরা নিরন্তন কাজ করছে।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: