শিরোনাম

South east bank ad

জেলা পুলিশ যশোরে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক বিপিডব্লিউএন এর পুনঃ কমিটি গঠন

 প্রকাশ: ২০ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

আজ সোমবার ২০/০৭/২০২০ খ্রিঃ বিকাল ০৪.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশে যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম যশোর জেলার বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) এর এক জরুরি সভায় কমিটি পুনঃ গঠন করেন। উক্ত সভায় জনাব জুয়েল ইমরান, সহকারী পুলিশ সুপার, নাভারণ সার্কেল, যশোর কে সভাপতি এবং জনাব মোঃ জামাল উদ্দিন, আরও-১, রিজার্ভ অফিস, যশোর কে সদস্য সচিব করে ২০(বিশ) সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নিন্মে পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হল... জনাব জুয়েল ইমরান, সহকারী পুলিশ সুপার, নাভারণ সার্কেল, যশোর- সভাপতি। জনাব মোঃ জামাল উদ্দিন, আরও-১, রিজার্ভ অফিস, যশোর- সদস্য সচিব। জনাব মোঃ আবুল কালাম আজাদ, আরআই, পুলিশ লাইন্স, যশোর- সদস্য। জনাব আ.ফ.ম মনিরুজ্জামান, এসআই(নিঃ),2nd Officer, কোতয়ালী মডেল থানা, যশোর- সদস্য। জনাব মোঃ মেহেদী হাসান, এসআই(নিঃ), 2nd Officer, শার্শা থানা, যশোর- সদস্য। জনাব পিন্টু লাল দাস, এসআই(নিঃ), 2nd Officer, কেশবপুর থানা, যশোর- সদস্য। জনাব দেবব্রত দাস, এসআই(নিঃ), 2nd Officer, ঝিকরগাছা থানা, যশোর- সদস্য। জনাব দেবাশীষ মন্ডল, এসআই(নিঃ), 2nd Officer, মণিরামপুর থানা, যশোর- সদস্য। জনাব আব্দুর রহমান, এসআই(নিঃ), 2nd Officer, অভয়নগর, থানা, যশোর- সদস্য। জনাব মোঃ কাওছার আলম, এসআই(নিঃ), 2nd Officer, চৌগাছা থানা, যশোর- সদস্য। জনাব মাসনুন আলম, এসআই(নিঃ), 2nd Officer, বেনাপোল পোর্ট থানা, যশোর- সদস্য। জনাব হরষিত রায়, এসআই(নিঃ), 2nd Officer, বাঘারপাড়া থানা, যশোর- সদস্য। জনাব শাহজাদী আক্তার, নারী এসআই(নিঃ), সদর কোর্ট, যশোর- সদস্য। নারী এএসআই(নিঃ)/৭৮৫ আনিয়া খাতুন, রিজার্ভ অফিস, যশোর- সদস্য। নারী এএসআই(নিঃ)/৮১৬ সুইটি আক্তার, পুলিশ অফিস, যশোর- সদস্য। নারী কনস্টেবল/১০৪৭ শিউলী খাতুন, কোতয়ালী মডেল থানা, যশোর- সদস্য। নারী কনস্টেবল/১১১৫ ফাহিমা আক্তার হিরা, সদর কোর্ট, যশোর- সদস্য। নারী কনস্টেবল/১০৪৬ রুবিনা, শার্শা থানা, যশোর- সদস্য। নারী কনস্টেবল/১৫১৮ বেবী সুলতানা, ঝিকরগাছা থানা, যশোর- সদস্য। নারী কনস্টেবল/১১৩৭ মিতালী আফরোজ, অভয়নগর থানা, যশোর- সদস্য। উল্লেখিত কমিটির কার্যক্রম হবে নিজ ইউনিটের নারী পুলিশের নিরাপদ নারী বান্ধব কর্মপরিবেশ গড়ে তোলার পাশাপাশি পেশাদারিত্বের পূর্ণ বিকাশ, কর্মদক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, মাঠ পর্যায়ে কর্মরত নারী পুলিশকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা সংক্রান্তে সকল পর্যায়ে নারী ও পুলিশ সদস্যদের অবহিত করা।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: