শিরোনাম

South east bank ad

রমনা বিভাগের এডিসি আশরাফুল ইসলাম এর নেতৃত্বে নিউমার্কেট এলাকায় মাদকবিরোধী অভিযান

 প্রকাশ: ১৭ জুলাই ২০১৮, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

রমনা বিভাগের এডিসি  আশরাফুল ইসলাম এর নেতৃত্বে  নিউমার্কেট এলাকায় মাদকবিরোধী অভিযান
রাজধানীর নিউমার্কেটের অদূরে অাইয়ুব আলী কলোনিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় আজিমপুর পুরাতন কবরস্থানের উত্তর পার্শ্বের বিপরীত দিকে এই কলোনিতে অভিযান শুরু হয়। রাত সাড়ে ৯টায় সরেজমিনে দেখা গেছে, কলোনির মূল প্রবেশপথ বন্ধ করে পাহারা বসিয়ে ভেতরে অভিযান চালাচ্ছে পুলিশ। গেটের বাইরে একটি পুলিশভ্যানে বেশ কয়েকজন যুবককে নেটে ঘেরা খুপরি জানালা দিয়ে কান্নকাটি করতে দেখা যায়। মূল প্রবেশ গেটে কর্তব্যরত একজন পুলিশ সদস্য জানান, দেড় ঘণ্টারও বেশি সময় ধরে ভেতরে অভিযান চলছে। ডিএমপির রমনা বিভাগের এডিসি (এডমিন) মো. আশরাফুল ইসলাম বলেন, অভিযানে সন্দেহভাজন হিসেবে ২৮ জনকে আটক করা হয়েছে। অভিযানকালে ৫০ পিস ইয়াবা, আধা কেজি গাঁজা ও পাঁচ বোতল চোলাই মদ জব্দ করা হয়েছে। রমনা এলাকায় মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকলে বলে জানান তিনি।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: