প্রলয়-মোল্যা নজরুলসহ ২৮ এসপির দপ্তর বদল

পুলিশে এসপি পদমর্যাদার ২৮ কর্মকর্তার বদলিতে কর্মস্থল পরিবর্তন হয়েছে প্রলয় কুমার জোয়ারদার ও মোল্যা নজরুল ইসলামের।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পুলিশ কর্মকর্তাদের বদলির আদেশ জারি করে।
পুলিশ সদর দপ্তরের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত প্রলয় জোয়ারদারকে ঢাকা মহানগর পুলিশে উপ-কমিশনার করে পাঠানো হয়েছে।
জয়পুরহাটের পুলিশ সুপার মোল্যা নজরুলকে বিশেষ সুপার করে ঢাকা সিআইডিতে পাঠানো হয়েছে।
ঢাকা ডিবিতে কর্মরত অবস্থায় বেশ প্রভাবশালী ছিলেন মোল্যা নজরুল।
এই রদবদলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মহানগর এবং গোপালগঞ্জ, পাবনা, রাজবাড়ী, মাগুরা, চুয়াডাঙ্গা, ঝালকাঠি ও শেরপুর জেলার কর্মকর্তারা রয়েছেন।