লোহাগাড়ায় ২৮ হাজার ইয়াবাসহ একজন আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় ২৮ হাজার পিচ ইয়াবাসহ ইমতিয়াজকে(২৮) আটক করেছে থানা পুলিশ। তিনি কক্সবাজার জেলার টেকনাফ হ্নীলার রঙ্গিখালী ইউনুছের ছেলে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসেন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৮ হাজার পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
ওসি বলেন, জানতে পারি কক্সবাজার টেকনাফ থেকে একটি লবণ বোঝাই কাভার্ডভ্যান ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছে। আটক ইমতিয়াজের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।