শিরোনাম

South east bank ad

গাজীপুরে মোটরসাইকেল চোরচক্রের ১০ সদস্য গ্রেফতার

 প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

গাজীপুরে মোটরসাইকেল চোরচক্রের ১০ সদস্য গ্রেফতার

বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় একশোর অধিক মোটরসাইল চুরি চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। গ্রেফতাররা হলো, মো. জাহাঙ্গীর আলম মোল্লা ওরফে জাহাঙ্গীর, মো. বাবু, মো. ওমর ফারুক ওরফে ডোম ফারুক, মো. সুমন, মো. অপু, সেলিম, মো. সাইদুল ইসলাম রানা, মো. রাহুল, মো. সুমন মিয়া ও শাকিল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, এ চক্রটি গাজীপুরের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় ১২০ এর অধিক মোটরসাইকেল চুরি করে বিক্রি করেছে। এরমধ্যে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এবং তাদের দেয়া তথ্যে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আরো মোটরসাইকেল উদ্ধারে অভিযান চলছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক করে মামলা রয়েছে।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: