পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের Rank Badge পরালেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার

নায়েক পদে থেকে এএসআই (সশস্ত্র) পদে ২ জন সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে Rank Badge পরিয়ে দেন টাঙ্গাইল এর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা । এ সময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলামএবং জেলা পুলিশের অন্যান্য উধ্বর্তন অফিসারবৃন্দ।