মানব সেবায় আব্দুস সালাম মূর্শেদী এমপি ও মিসেস শারমিন সালাম
সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী (এমপি) এর নির্বাচনীয় খুলনা ৪ আসনের দিঘলিয়া উপজেলার সন্তান বাংলাদেশের গর্ব দ্রুত মানব খ্যাত সামিউল ইসলাম (রামিম) কিছুদিন আগে একটি দুর্ঘটনায় তার একটি পা ভেঙ্গে যায়। তার পরিবারের সামর্থ নেই তার চিকিৎসা করার। এমত অবস্থায় খুলনা ৪ আসনের সংসদ সদস্য জননেতা জনাব আব্দুস সালাম মূর্শেদী (এমপি) খবর পান। খবর পাওয়া মাত্রই দ্রুত পদক্ষেপ নেন এবং মুঠোফোনে তার পরিবারের সাথে কথা বলেন।। পরে এমপি রামিমের দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন। আর তারই দ্রুত পদক্ষেপে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে গতকাল অপারেশনের কার্য সম্পূর্ণ হয়।