বঙ্গবন্ধুর জন্য আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি: সালাম মুর্শেদী

খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে উন্নয়নের সুফল আজ দেশের মানুষ ভোগ করছে। বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। তলাবিহীন অর্থনীতিকে টেনে তুলছেন বিশ্বদরবারে।বাংলাদেশের বিচার ব্যবস্থা আজ স্বাধীন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আইন সবার জন্য সমান। তাই কোন ধরনের বৈষম্য থাকবে না। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তেরখাদা উপজেলার সাচিয়াদাহ ইউনিয়নের দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র স্থাপনের জন্য জায়গা পরিদর্শন ও পদ্মবিলা বাজার মাঠ প্রাঙ্গণে হতদরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, সাবেক ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা, তেরখাদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, রুপসা থানার ওসি মোল্যা জাকির হোসেন, তেরখাদা থানার ওসি (ভারপ্রাপ্ত) মোঃ মোশাররফ হোসেন, ঢাকাস্থ তেরখাদা থানা এ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক এফএম হাসমত আলী, উত্তর খুলনা ডেইরী ফার্মের পরিচালক কাজী শরিফুল ইসলাম, মোঃ আলী আফজাল শরীফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা, সাবেক ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা শেখ নওয়াব আলী (পোলা মিয়া), আওয়ামী লীগ নেতা বাছিতুল হাবিব প্রিন্স, মোল্যা জিয়াউর রহমান, বুলবুল আহমেদ মোল্যা, মাও. আব্দুর রাজ্জাক রাজা, বাদশা মল্লিক, মোল্যা ফরিদ, আরিফুজ্জামান অরুন, মোঃ শারাফাত হোসেন, যুবলীগ নেতা এফ এম মফিজুর রহমান, এস এম ওবায়দুল্লাহ বাবু, এইচ এম আবুল হাসান মুসাল্লী প্রমুখ।
পরে তিনি খুলনা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সাথে টুঙ্গিপাড়ায় যান। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত করেন। টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারে সরাসরি সাংসদের খুলনাস্থ নিজস্ব কার্যালয়ে অসহায়, হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ করেন।
