শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল হয়েছেঃ শিল্প প্রতিমন্ত্রী
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব হয়েছে। তিনি বলেন, আর্থসামাজিক সকল ক্ষেত্রেই বাংলাদেশ সফলতার স্বাক্ষর রাখছে এবং প্রতিবেশী দেশগুলোর তুলনায় আর্থ সামাজিক বিভিন্ন সূচকের মানে বাংলাদেশ আজ এগিয়ে আছে।
শিল্প প্রতিমন্ত্রী আজ রাজধানীর উত্তরার ১১নং সেক্টরে সোনারগাঁও জনপথ সড়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত 'পরম্পরা' শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের উন্নত দেশগুলো যখন করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও নির্দেশনার আলোকে কাজ করে দেশে করোনা মোকাবেলায় সরকার সফলতার স্বাক্ষর রাখছে। শিল্প প্রতিমন্ত্রী এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ৩১ দফা নির্দেশনা অনুসরণ করে শিল্প কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকার আহ্বান জানান। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা বিশ্বনেত্রী, বিশ্ব মানবতার নেত্রী। তাঁর নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের চিত্র দেখে বিশ্ববাসী অবাক হয়ে তাকিয়ে আছে। প্রতিমন্ত্রী বলেন, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণের লক্ষে জাতির পিতা বাকশাল গঠনের উদ্যোগ গ্রহণ করেন।