শিরোনাম

South east bank ad

বাচ্চাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিয়েই এখন চিন্তা বেশি

 প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

মনিরুজ্জামান টিপু : করোনা হতে নিজেকে কিংবা পরিবারকে রক্ষা যদিওবা করা যায়ও,কিন্তু সন্তানদের" মানসিক স্বাস্থ্য সুরক্ষা " নিয়েই তো চিন্তিত হয়ে পড়ছি বেশি। গত ৫ মাস একদম ঘরের বাইরে যাচ্ছে না। ইদানীং ওদের ভিতর হতাশা, ভালো না লাগা,কিংবা ইন্টারনেটে সময় না কাটান ইত্যাদি থেকে বোঝা যায় এক ধরণের অবসন্নতা ওদের মাঝে বিরাজ করছে। বাংলা রম্য-সাহিত্যের পথিকৃৎ সৈয়দ মুজতবা আলী-র 'প্রবাস বন্ধু' শীর্ষক গল্পে পড়া সেই বিখ্যাত উক্তি মনে পড়ছে - " 'কুইনিন' জ্বর সারাবে বটে, কিন্তু 'কুইনিন' সারাবে কে ! " করোনা সারবে বটে,কিংবা একসময় চলেও যাবে, কিন্তু এ অবসন্ন প্রজন্মের মানসিক স্বাস্থ্য ঠিক হতে আবার কত সময় লাগবে? (মনিরুজ্জামান টিপু, সোস্যাল ইসলামি ব্যাংক লিমিটেড এর ব্রান্ডিং ও কমিউনিকেশন এর হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ জনসংযোগ সমিতির সাধারণ সম্পাদক এর ফেসবুক ওয়াল থেকে নেয়া)
BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: