শিরোনাম

South east bank ad

৫ দিনের কঠোর লকডাউনে যাচ্ছে জার্মানি

 প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

৫ দিনের কঠোর লকডাউনে যাচ্ছে জার্মানি

ইস্টার সানডে উপলক্ষে আগামী ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশে কঠোর লকডাউন আরোপ করতে যাচ্ছে জার্মানি। আঞ্চলিক নেতাদের সাথে ম্যারাথন আলোচনার পর মঙ্গলবার সকালে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এ কথা বলেন।

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, জার্মানি আগামী ১৮ এপ্রিল পর্যন্ত করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ দীর্ঘায়িত করবে এবং দেশটি এ ভাইরাসে সংক্রমণের হার বৃদ্ধির লাগাম টেনে ধরার লক্ষ্যে ইস্টার উদযাপনকে সামনে রেখে পাঁচ দিনের কঠোর লকডাউনে যাচ্ছে।

সাংস্কৃতি, অবসর এবং ক্রীড়া কেন্দ্র বন্ধ রাখাসহ বিদ্যমান বিভিন্ন পদক্ষেপের মেয়াদ বাড়ানোর পাশাপাশি মার্কেল ও জার্মানির ১৬টি রাজ্য প্রধানমন্ত্রী আগামী ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশে কঠোর লকডাউন আরোপ করার ব্যাপারে সম্মত হয়েছেন।

এ পাঁচ দিন দেশের প্রায় সকল দোকান-পাট বন্ধ থাকবে এবং ইস্টার পালন উপলক্ষে ধর্মীয় সেবাদান কর্মসূচি অনলাইনে চলবে। আগামী ৩ এপ্রিল শনিবার কেবলমাত্র মুদি দোকানগুলো খোলা রাখার অনুমতি পাবে।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: