পর্ষদ সভার তারিখ জানিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
 
                                                                                                পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা আগামী ১৫ সেপ্টেম্বর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি হিসাববছরের ৩০ জুন ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে আরও জানা গেছে, আজ থেকে কোম্পানিটির নাম ‘ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’ নামে পরিবর্তিত হবে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৩ পয়সা। ৩১ ডিসেম্বর তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫১ টাকা দুই পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪৬ টাকা ৫১ পয়সা। এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৫ টাকা ৭৮ পয়সা। আগের হিসাববছরে যা ছিল ৩ টাকা ৮৪ পয়সা। ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছিল ৬৮ টাকা ২২ পয়সায়। আগের হিসাববছর শেষে যা ছিল ৫২ টাকা ৬৫ পয়সা।
১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে লেনদেন করছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১০৮ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির মোট ১০ কোটি ৮৫ লাখ ২১ হাজার ৯৮১ শেয়ারের মধ্যে ৫৫ দশমিক ৮৮ শতাংশই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৬৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ১৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৯ দশমিক ৩০ শতাংশ শেয়ার রয়েছে।
এদিকে গতকাল কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ৫৩ শতাংশ বা ৩ টাকা ৩০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১৩৩ টাকা ৮০ পয়সায় হাত বদল হয়, যার সমাপনী দর ছিল ১৩১ টাকা ২০ পয়সা। এ দিন কোম্পানিটির মোট ৫৮ হাজার ১৩টি শেয়ার মোট ৩৫৩ বার হাত বদল হয় যার বাজার দর ৭৬ লাখ ১০ হাজার টাকা। দিনভর কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ১২৮ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ১৩৩ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়। আর গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ৮৮ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ১৭৯ টাকার মধ্যে ওঠানামা করে।


 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            
 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                