চিকিৎসাখাতের নৈরাজ্য : উত্তরার আল আশরাফ হাসপাতালের নিবন্ধনই নেই
একের পর এক বেরিয়ে আসছে চিকিৎসাখাতের নৈরাজ্য। যেমন রাজধানীর উত্তরার আল আশরাফ হাসপাতালের নিবন্ধনই নেই। অথচ সেটা স্বাস্থ্য অধিদপ্তরের চোখে ধরা পড়লো চালুর তিন বছর পর! ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনিয়ম ধরা পড়েছে একই এলাকার আরো দুই হাসপাতালে।
উত্তরার আল আশরাফ জেনারেল হাসপাতাল নিয়ন্ত্রক সংস্থার নাকের ডগায় চলছিলো ২০১৭ সাল থেকে। স্বাস্থ্যখাতের সাম্প্রতিক অভিযানগুলোর পর টনক নড়লে এবার অভিযানের মুখে নিবন্ধনহীন হাসপাতালটি।
স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল সোমবার বিকালে অভিযান চালায় এই হাসপাতালে। তবে তার আগেই সটকে পড়ে কর্তৃপক্ষের সবাই। পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট। সাধারণ বেডের মতো স্রেফ অক্সিজেন সাপোর্টেই চলছিলো আইসিইউ বিভাগ।
হাসপাতাল পরিচালনাকারীরা বিনিয়োগের টাকাও নিয়েছে অনেকের কাছ থেকে। তাদের এখন মাথায় হাত।
অভিযান চলে লেকভিউ স্পেশালাইজড হাসপাতাল। এর ফার্মেসির নিবন্ধন নেই। তাই সিলগালা করে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পরে অভিযান চলে শিন শিন জাপান হাসপাতালে। অপিরচ্ছন্ন পরিবেশ আর ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী পাওয়ায় দুটি হাসপাতালকে জরিমানা করা হয় ১০ লাখ টাকা।