খুলনা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত
করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় জেলা প্রশাসক, খুলনা’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির বিশেষ জরুরি সভা। জেলা প্রশাসন, খুলনার আয়োজনে সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোহাম্মদ হেলাল হোসেন পিএএ এর সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জনাব মোঃ কামাল হোসেন, বিভাগীয় কমিশনার জনাব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব ড. মেহেদী নেওয়াজ, খুলনার সিভিল সার্জন জনাব ড. সুজাত আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), খুলনা জনাব মোঃ জিয়াউর রহমান, খুলনা জেলা পুলিশের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ এবং জেলা প্রশাসন, খুলনা’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সভায় করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ওয়েভ নিয়ে জেলা পর্যায়ে প্রস্তুতির বিষয়ে বিশদ আলোচনা হয়।