প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসন
রাসেল আহমেদ (ময়মনসিংহ):
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষ্যে ১১০টি বহুমুখী ঘুর্নিঝড় আশ্রয়কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৩০টি জেলা ত্রান গুদাম-কাম-দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র ও ৫টি মুজিব কিল্লার উদ্বোধন এবং ৫০টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সংযুক্ত আছেন।
উক্ত ভিডিও কনফারেন্সে রবিবার (২৩ মে) ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে জেলা প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সহ অন্যন্য ব্যক্তিবর্গ।