শিরোনাম

South east bank ad

কাঠালিয়ায় শ্রমজীবীর বাড়িতে গিয়ে গভীররাতে খাদ্য দ্রব্য দিলেন ইউএনও

 প্রকাশ: ০৩ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

কাঠালিয়ায় শ্রমজীবীর বাড়িতে গিয়ে গভীররাতে খাদ্য দ্রব্য দিলেন ইউএনও

মোঃ রাজু খান (ঝালকাঠি):

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের বানাই গ্রামের শ্রমজীবী আ. রহমান মাল করোনায় কর্মহীন হয়ে পড়ায় অর্ধাহার-অনাহারে দিনাতিপাত করছিলো। লজ্জায় না খেয়ে থাকলেও কারো কাছে সাহায়্যের জন্য কিছু বলতে পারছিলো না রহমান মাল। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার নিজস্ব মাধ্যমে জানতে পারেন। কাউকে কিছু না জানিয়ে প্রস্তুতি নেন তাকে সহায়তা করার। রোববার দিবাগত রাত ১২টার দিকে তিনি আ. রহমান মাল’র বাড়ীতে গিয়ে হাজির হন। দরজায় কড়া নাড়া দিয়ে পরিচয় দিতেই ভয়ে আঁতকে ওঠেন রহমান। দরজা খুলে ইউএনওকে দেখেন, তার সাথে দেখেন একটি খাদ্যদ্রব্যের বস্তাও। আতঙ্ক কাটিয়ে মুখে হাসি ফুটে আ. রহমানের। দেখতে পেলেন নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার ও তার অফিসের কয়েকজন কর্মচারী এক বস্তা খাদ্য দ্রব্য নিয়ে হাজির। খাদ্য দ্রব্যের মধ্যে চাল, ডাল, তৈল, আলুসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার জানান, ডিসি স্যারের নির্দেশে ২ মে দিবাগত রাত ১২ টায় কৃষক রহমান মালের ঘরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এ খাদ্য সামগ্রী পেঁাছে দেয়া হয়।

এ ব্যাপারে আ. রহমান মাল আবেগ-আপ্লত কণ্ঠে জানান “আমি না খেয়ে রয়েছি তাতে যে কষ্ট হয়েছে তার চেয়ে বেশি খুশি ও আনন্দিত হয়েছি ইউএনও স্যার আমার ঘরে এসে খাবার দিয়ে যাওয়ায়। শুনেছি স্যার অনেক ভালো মানুষ, আল্লাহ তাকে অনেক বড় বানাক”।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: