শ্রীরামকৃষ্ণ দেবের ১৮৬ তম জন্মতিথি ও বার্ষিক উৎসবে নড়াইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপার

"যুগাবতার শ্রীরামকৃষ্ণ দেবের ১৮৬ তম জন্মতিথি ও বার্ষিক উৎসব" (২০২১) খ্রি. এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) ।
স্বাগত বক্তব্য রাখেন স্বামী আত্মবিভানন্দ সহ-সম্পাদক রামকৃষ্ণ আশ্রম ও মিশন। এ্যাড. সুবাস চন্দ্র বোস সভাপতি রামকৃষ্ণ আশ্রম ও জেলা আওয়ামী লীগ নড়াইল। আনজুমান আরা (মেয়র) নড়াইল।