বঙ্গবন্ধুর জন্মদিনে রাজশাহী জেলা প্রশাসনের নানা আয়োজন

রাজশাহীতে নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। সকালে নগরীর কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার হুমায়ূন কবীর।