মারা গেলেন হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের এমডি
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেবাশীষ চক্রবর্তী। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) তিনি করোনায় আক্রান্ত হয়ে ঐ হাসপাতালে চিকিত্সা নিচ্ছিলেন। তবে গতকালই তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।
তিনি ছাড়াও তার মা ও স্ত্রীসহ পরিবারের চার জন করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর অন্যান্য হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএইচবিএফসির জনসংযোগ কর্মকর্তা জেড এম হাফিজুর রহমান।