বরেণ্য রাজনীতিবিদ, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক
বরেণ্য রাজনীতিবিদ, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাবেক সভাপতি আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
স্থানীয় সরকার মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, রোববার (৬ই সেপ্টেম্বর) রাত ২টা ২০ মিনিটে ফেনী ডায়াবেটিস হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন আজিজ আহম্মদ চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।