মেয়র আতিকুল ইসলামের বড় ভাই প্রকৌশলী মো. শফিকুল ইসলামের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের বড় ভাই প্রকৌশলী মো. শফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
গতকাল (সোমবার) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রী শোক বার্তায় আরো জানান, তিনি ছিলেন দেশের একজন সফল উদ্যাক্তা এবং তৈরি পোশাক শিল্পের অগ্রপথিক। তাঁর মৃত্যুতে জাতি এক সূর্য সন্তানকে হারালো। মো. শফিকুল ইসলামের অবদান দেশে চির স্মরণীয় হয়ে থাকবে।