আরামিট গ্রুপের চেয়ারম্যান জামাল আহমেদ মারা গেছেন
আরামিট গ্রুপের চেয়ারম্যান চট্টগ্রাম চেম্বারের সাবেক সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ মারা গেছেন। রবিবার সকাল ৬টায় বন্দরনগরীর ম্যাক্স হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জামাল আহমেদের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেকে রেখে গেছেন। তার ছোট ভাই সৈয়দ রফিক আহমেদ জানান, জামাল আহমেদ হৃদরেগে আক্রান্ত ছিলেন। অসুস্থ হলে কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে জামাল আহমেদের মধ্যে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না।
ব্যবসার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় জামাল কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এক সময়। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বও তিনি পালন করেছেন।