ফ্লোরেন্স নাইটঙ্গেলের মৃত্যৃবার্ষিকী আজ

আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটঙ্গেলের মৃত্যুবার্ষিকী আজ। ১৯১০ সালের ১৩ আগস্ট ৯০ বছর বয়সে লন্ডনে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন ফ্লোরেন্স নাইটঙ্গেল।
১৮২০ সালের ১২ মে অভিজাত পরিবারে ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন তিনি। একজন অভিজাত পরিবারের সন্তান হয়েও বিলাস ও আরাম ছেড়ে তিনি আর্তের সেবার নিয়োজিত ছিলেন সারাটি জীবন। সেসময় সেবিকা পেশাকে খুব ছোট করে দেখা হতো। অথচ তিনি জীবনের সেরা এমনকি সবটুকু সময় ব্যয় করেছেন মানুষের সেবায়। প্রবল তুষারপাত ও বৃষ্টির মধ্যেও তিনি হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে বেড়িয়েছেন।
মাত্র ১৭ বছর বয়সে তিনি এ পেশায় যোগদেন। তিনি তার মা-বাবার অমতেই এ পেশায় যোগদেন। এরপর আর থেমে থাকেননি। ক্রিমীয় যুদ্ধের সময় আহত সৈন্যদের সেবার মাধ্যমে মানুষের সেবাকে তিনি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আর এ কারণেই তাকে ডাকা হতো ‘দ্য লেডি উইথ দ্য ল্যাম্প'।