শিরোনাম

South east bank ad

শহীদ ডা. মিলন দিবস আজ

 প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৭, ১২:০০ পূর্বাহ্ন   |   মৃত্যুবার্ষিকী

শহীদ ডা. মিলন দিবস আজ
  আজ ২৭ নভেম্বর শহীদ ডা. মিলন দিবস। নব্বইয়ের গণঅভ্যুত্থানে জীবন দেওয়া ডা. শামসুল আলম খান মিলনের ২৬তম শাহাদাতবার্ষিকী। ১৯৯০সালে স্বৈরাচারবিরোধী আন্দোলন তুঙ্গে উঠলে সন্ত্রাসীদের গুলিতে এই দিনে নিহত হন ডা. মিলন।   তার মৃত্যুর মধ্য দিয়ে আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয় এবং ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটে। সেই থেকে প্রতি বছর দিনটিশহীদ ডা. মিলন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। নানা আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আজ দিবসটি পালনকরবে। শহীদ মিলন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। তিনি ডা. শামসুল আলম খান মিলনসহ স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিকআন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।   প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে যুবলীগ নেতা নূর হোসেন, নূরুল হুদাসহ আরো অনেকে আত্মাহুতি দিয়েছেন। অবশেষেস্বৈরশাসকের পদত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়। ভাত ও ভোটের অধিকার ফিরে পায় জনগণ। বাণীতে শেখ হাসিনা নব্বই-এরস্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম পেশাজীবী নেতা মিলনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।   দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ কর্মসূচি গ্রহণ করেছে। দলটি আজ রবিবার সকাল সাতটায় ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খানমিলনের সমাধিতে ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে।   জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করেছে। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সকাল সাড়ে সাতটায়ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সমাধিতে এবং সকাল সাড়ে আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করবে। এছাড়াদিবসটি উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।
BBS cable ad

মৃত্যুবার্ষিকী এর আরও খবর: