শিরোনাম

South east bank ad

শাহ মো. নুরুল আলমের মৃত্যুতে প্রাইম ব্যাংকের শোক প্রকাশ

 প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৬, ১২:০০ পূর্বাহ্ন   |   মৃত্যুবার্ষিকী

শাহ মো. নুরুল আলমের মৃত্যুতে প্রাইম ব্যাংকের শোক প্রকাশ
বিশিষ্ট ব্যাংকার এবং প্রাইম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহ মো. নুরুল আরম গত ২২ অক্টোবর ২০১৬ উত্তরাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুইকন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
 
দেশের ব্যাংকিং পরিমণ্ডলে অত্যন্ত স্বনামধন্য শাহ মো. নুরুল আলম যথাক্রমে প্রাইমব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও সাউথ-ইষ্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
 
রবিবার রাজধানী ঢাকার উত্তরায় সেক্টর-১৩, রোড -৯ গাউসুল আযম মসজিদে বাদ জোহর প্রথম জানাযা এবং বাদ আছর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। সোমবার তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। আগামী শুক্রবার নিজ বাসভবন বাসা-২৭, সড়ক-২, সেক্টর-১৩, উত্তরা, ঢাকায় মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রাইম ব্যাংক পরিবার তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে প্রাইম ব্যাংক পরিবার।
BBS cable ad

মৃত্যুবার্ষিকী এর আরও খবর: