আলফাডাঙ্গা উপজেলা কল্যান সমিতির সভাপতি’র স্মরণ সভা অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কল্যান সমিতির সভাপতি মরহুম কাজী মেসবাহউদ্দিন বাবলুর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ মার্চ মঙ্গলবার ঢাকার সন্ধ্যা ৬ টায় বিএডিসি সেচ ভবনে (সেমিনার কক্ষ) আলফাডাঙ্গা উপজেলা কল্যান সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিতি ছিলেন ফরিদপুর -১ এর সংসদসদস্য মনজুর হোসেন বুলবুল, সমিতির পৃষ্ঠপোষক প্রাক্তন সচিব হেমায়েত উদ্দিন তালুকদার,অন্যতম নির্বাহী সদস্য খিজির আহমেদ, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান বেলায়েত হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন কার্যকরী সভাপতি নেয়ামুল বারী বারু। প্রধান আলোচক ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক সিদ্দিকুজ্জামান বাহার । সভায় স্মৃতি চারন করেন, সংগঠনের সদস্য হেমায়েত মিয়া, তহিদুর রহমান মুক্ত, লুৎফর রহমান, শামসুদ্দিন হাসু, খান জাহাঙ্গীর আলম এবং মরহুম মেসবাহউদ্দিন বাবলুর সহধর্মিণী অধ্যাপক আনোয়ারা খানম সহ অন্যান্য। সভা পরিচালনা করেন সমিতির যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট বাংকার সামসুদ্দোহা শিমু। সভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।