শিরোনাম

South east bank ad

জনস্বার্থ রক্ষায় দ্রুত প্রতিশ্রুতি পালন করলো আবুল খায়ের গ্রুপ

 প্রকাশ: ১২ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ঝুকিপূর্নদের জীবন বাচাতে সবথেকে বেশি প্রয়োজন অক্সিজেন এর। বাংলাদেশে অক্সিজেন এর যথেষ্ট ঘাটতি থাকায় আক্রান্তদের চিকিৎসা ব্যহত হবার খবরে এগিয়ে এসেছে আবুল খায়ের গ্রুপ। আবুল খায়ের গ্রুপের একেএস প্লান্ট তাদের উৎপাদিত অক্সিজেন সম্পূর্ণ বিনামূল্যে করোনা চিকিৎসায় ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সাথে সম্পাদিত চুক্তি মোতাবেক আজ চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ হাসপাতালকে ৩০০ সিলিন্ডার অক্সিজেন সরবরাহ করেছে। 1 আবুল খায়ের গ্রুপের একেএস প্লান্ট স্টীল উৎপাদনের জন্য প্রতিদিন ২৬০ টন অক্সিজেন উৎপাদন করে। এটি বাংলাদেশের সবচেয়ে বড় অক্সিজেন উৎপাদনকারী প্লান্ট। যদিও আবুল খায়ের গ্রুপের একেএস প্লান্ট এর উৎপাদিত অক্সিজেন বিক্রয়ের জন্য নয়। কিন্তু মানবিক কারনে এগিয়ে এসেছে আবুল খায়ের গ্রুপ। দেশের মানুষকে সাহায্য করার জন্য আবুল খায়ের গ্রুপ সিলিন্ডারে অক্সিজেন ফিলিং ব্যবস্থা সংযোজন করে। এরপর বিদেশ থেকে আমদানীকৃত ৩০০ সিলিন্ডারে অক্সিজেন ফিলিং সম্পন্ন করে। উল্লেখ্য , আবুল খায়ের গ্রুপ বাংলাদেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠানগুলোর একটি। এটির সদর দপ্তর বাণিজ্যিক রাজধানী চট্রগ্রামে অবস্থিত। এটি স্টিল, সিরামিকস,খাদ্যদ্রব্য,সিমেন্ট ও তামাকজাত পণ্য উৎপাদন করে থাকে। আমদানি ও রাজস্ব দেওয়ার শীর্ষে আবুল খায়ের গ্রুপ ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 97490568_627014154555847_5072976625688117248_n
BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: