শিরোনাম

South east bank ad

১০ হাজার গাড়ি উৎপাদনের মাইলফলক অতিক্রম ইফাদ অটোসের

 প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

১০ হাজার গাড়ি উৎপাদনের মাইলফলক অতিক্রম ইফাদ অটোসের

দেশের শীর্ষস্থানীয় গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান ইফাদ অটোস লিমিটেড তাদের নিজস্ব কারখানায় অশোক লেল্যান্ড ব্র্যান্ডের ১০ হাজার গাড়ি উৎপাদনের মাইলফলক অতিক্রম করেছে।

এ উপলক্ষে গতকাল ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন কারখানায় অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় উৎপাদন কার্যক্রম উদযাপন করা হয়। ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু উৎসবের উদ্বোধন করেন। এ সময় ইফাদ অটোস লিমিটেডের ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ, তাসকিন আহমেদ, তাসফিন আহমেদ এবং অশোক লেল্যান্ডের ইন্ডিয়া ও বাংলাদেশ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

কারখানাটিতে ভারতের অশোক লেল্যান্ড ব্র্যান্ডের বিভিন্ন মডেলের এসি, নন-এসি বাস, ট্রাক, কাভার্ড ভ্যান তৈরি হচ্ছে। বেসরকারি উদ্যোগে এটি দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক গাড়ি তৈরির কারখানা। ২০১৭ সালের শুরুতে ভারতের অশোক লেল্যান্ডের কারিগরি সহযোগিতায় ইফাদ অটোস লিমিটেড কারখানাটিতে গাড়ি উৎপাদন কার্যক্রম শুরু করে। 

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: