South east bank ad

বাংলামোটরে আকিজ সিরামিক টাইলসের আরেকটি শোরুম উদ্বোধন

 প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বাংলামোটরে আকিজ সিরামিক টাইলসের আরেকটি শোরুম উদ্বোধন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বাংলাদেশের সিরামিক টাইলসের জগতে এক নম্বর ব্রান্ড আকিজ সিরামিক টাইলসের আরও একটি এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন হলো রাজধানীর বাংলামোটরে।

সোমবার (১২ সেপ্টেম্বর) বাংলামোটরের লিংক রোড এলাকায় আকিজ সিরামিক টাইলসের বিজনেস অ্যাসোসিয়েট ইয়াসির ট্রেড করপোরেশনের এক্সক্লুসিভ শোরুমটির উদ্বোধন করা হয়।

এটি উদ্বোধন করেন আকিজ সিরামিক টাইলসের ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ খোরশেদ আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন- আকিজ সিরামিক টাইলসের ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ আশরাফুল হক, ইয়াসির ট্রেড করপোরেশনের স্বত্বাধিকারী মো. হাসান-উর-রশিদসহ আকিজ সিরামিক টাইলস ও বাংলামোটর এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, পরপর তিনবার বেস্ট ব্র্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন করা দেশের সেরা সিরামিক টাইলস ব্র্র্যান্ড আকিজ সিরামিক টাইলস ‘প্রমিজ অব পারফেকশন’ এর দৃঢ় প্রত্যয় নিয়ে বরাবরই ক্রেতাদের চাহিদা অনুযায়ী গুণে-মানে সেরা ও নিত্যনতুন টাইলস পণ্য বাজারে নিয়ে আসছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: