ইউএস-বাংলার ‘টিকিট কিনলেই হোটেল ফ্রি’ অফারের মেয়াদ বৃদ্ধি

পর্যটকের অতিরিক্ত চাহিদার কারণে কক্সবাজার ও মালদ্বীপের রাজধানী মালেতে দুটি রিটার্ন টিকিট কিনলেই দুই রাতের জন্য হোটেল ফ্রি অফারটির মেয়াদ বাড়িয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অফারটি সংগ্রহের সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। এ অফার ইউএস-বাংলার নিজস্ব যেকোনো সেলস্ কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া ৩১ আগস্ট পর্যন্ত এ অফারে ভ্রমণ করা যাবে।
অফারটি দুজন প্রাপ্তবয়স্ক পর্যটকের জন্য প্রযোজ্য। প্রাপ্তবয়স্ক পর্যটকের সঙ্গে পাঁচ বছরের নিচে সন্তানের জন্যও অফারটি গ্রহণযোগ্য হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত স্ট্যান্ডার্ড হোটেলের জন্য অফারটি প্রযোজ্য হবে। এছাড়া হোটেলের সঙ্গে বুফে ব্রেকফাস্ট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট ট্রান্সফারও ফ্রি।
পর্যটনকে আকৃষ্ট করতে কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা। সেই সঙ্গে পৃথিবীর অন্যতম সৌন্দর্যের লীলাভূমি, সাদা বালি, নীল সমুদ্রের জলরাশি আর নীল আকাশ যেন মিলেমিশে একাকার হয়ে যাওয়া মালদ্বীপকে উপভোগ করার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স টিকিট কিনলেই হোটেল ফ্রির অফার দিয়েছে, যা পর্যটকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
টিকিট কিনলেই হোটেল ফ্রি অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সব সেলস কাউন্টারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।