শিরোনাম

South east bank ad

বসন্তে রাঙ্গিয়ে তুলতে ডায়মন্ড ওয়ার্ল্ডের ভ্যালেন্টাইন কালেকশন

 প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বিশ্বব্যাপী ১৪ ফেব্রুয়ারি মানেই একটা আলাদা উন্মাদনা, বিশেষ করে প্রেমিক যুগলদের জন্য। আমাদের দেশে ভ্যালেন্টাইন একটা ভিন্ন মাত্রা পায় ঋতুরাজ বসন্তের আগমনের জন্য।

আর এই বিশেষ আয়োজনকে রাঙ্গিয়ে তুলতে ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিটি শোরুমে থাকছে এক্সক্লুসিভ ডিজাইনের ভ্যালেন্টাইন কালেকশন এবং ডায়মন্ডের সকল প্রোডাক্টের উপর ২৫% ডিসকাউন্ট, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার এবং ইএমআই সুবিধা।

সবচেয়ে বড় আকর্ষণ মাত্র ৯ হাজার টাকায় ভ্যালেন্টাইন স্পেশাল ডায়মন্ডের লকেট উইথ চেইন।

আর যারা ভার্চুয়াল কেনাকাটায় স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদের জন্য রয়েছে একটু বেশিই সুবিধা। সকল অনলাইন কেনাকাটায় থাকছে ২৭% ছাড়, নিশ্চিত স্পেশাল ভ্যালেন্টাইন গিফট ও গিফট ভাউচার, ফ্রি হোম ডেলিভারির সুবিধা ও সঙ্গী সহ পাচঁ তারকা হোটেলে ডিনারের সুযোগ।

বিস্তারিত জানতে কল করতে হবে (+৮৮) ০১৭১৩১৯৯২৭০ নম্বরে অথবা ভিজিট করতে হবে https://www.diamondworldltd.com/valentine-sale লিংকে। ডায়মন্ড ওয়ার্ল্ড এর এই অফারটি চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: