শিরোনাম

South east bank ad

বসুন্ধরা নুডল্স শিক্ষার সাথে নিয়ে এলো ‌বিনাতারের পাঠশালা

 প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ভবিষ্যৎ প্রজন্মের অগ্রগতির জন্য শুধুমাত্র পুষ্টিমান নিশ্চিত করলেই হয় না, সাথে দরকার তাদের পূর্ণাঙ্গ মেধার বিকাশ। এই পুর্ণাঙ্গ মেধার বিকাশের জন্য শিক্ষার বিকল্প আর কিছুই হতে পারেনা। এ জন্যই পুষ্টিমান নিশ্চিত করণের পাশাপাশি উপযুক্ত মেধার বিকাশের জন্য “বসুন্ধরা নুডল্স শিক্ষার সাথে” নিয়ে এলো "বিনাতারের পাঠশালা"।

রবিবার (১৬জানুয়ারি) বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টার্স-২ এ এক প্রেস কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ব্যতিক্রমী এই ক্যাম্পেইন এর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এম এম জসীম উদ্দীন (সি.ও.ও, ব্র্যান্ড এন্ড মার্কেটিং, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ), আব্দুর রহমান (কো অর্ডিনেটর টু ভাইস চেয়ারম্যান), তাফসিরুল হক (ব্র্যান্ড ম্যানেজার, বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ লিঃ), রাহবার খান (ম্যানেজিং ডিরেক্টর, প্যাপিরাস ডিজি কম) সহ বসুন্ধরা গ্রুপের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

ক্যাম্পেইনটির বিস্তারিত বর্ণনা দেন জসীম উদ্দিন। তিনি বলেন, "বসুন্ধরা নুডল্স শিক্ষার সাথে"-এর “বিনাতারের পাঠশালা” একটি অনলাইন ভিত্তিক শিক্ষামূলক প্লাটফর্ম। সময়ের সাথে সাথে পরিবর্তন এসেছে প্রযুক্তির। আর প্রযুক্তির এই উন্নয়নে, সবারই সিংহভাগ সময় কেটে যায় অনলাইনে।সেই সিংহভাগ সময়টিও যেন অযথাই অপচয় না হয়, সে কারণেই বসুন্ধরা নুডল্স-এর এই উদ্যোগ। এখন, সময় অনলাইনে কাটলেও নিশ্চিত হবে সময়ের সদ্ব্যবহার। “বিনাতারের পাঠশালা” এই উদ্যোগের মাধ্যমে আমরা চেয়েছি শিক্ষার এক নতুন দিগন্ত উম্মোচন করতে।সবার জন্য শিক্ষার পথকে অবারিত করতে বসুন্ধরা নুডুলস ব্রান্ডটি নিয়ে এলো ভিন্ন্যধর্মী এই উদ্যোগ।নুডুলস এর সাথে ক্ষণস্থায়ী উপহারের বদলে আমরা ভোক্তাদের দিতে যাচ্ছি চিরস্থায়ী ভবিষ্যতের অনুপ্রেরণা। বিনাতারের পাঠশালা ওয়েবসাইটটি সবার জন্য। যে কোনো বয়সের, যে কোনো শ্রেণীর মানুষ একদম বিনামূল্যে এখান থেকে শিক্ষা অর্জন করতে পারবে। ইন্টারনেট ব্যবহারের জন্য আমরা নুডুলস এর প্যাকে দিচ্ছি স্ক্রাচ কার্ড।যেখানে রয়েছে ১০টাকা থেকে শুরু করে ১০,০০০ হাজার টাকার মোবাইল রিচার্জ পর্যন্ত জেতার সুযোগ।

রাহবার খান (ম্যানেজিং ডিরেক্টর, প্যাপিরাস ডিজিকম) বলেন, বসুন্ধরা গ্রুপের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো, তারা শুধুমাত্র নিজেদের জন্য কাজ করেনা, তারা দেশ ও মানুষের জন্য কাজ করে। বসুন্ধরা গ্রুপের যেকোন পণ্য সেটা দেশি হোক আর বিদেশি, ক্রেতারা সাদরে তা গ্রহণ করেছে।প্রযুক্তির উৎকর্ষতা কাজে লাগিয়ে আগামী প্রজন্মের মেধারবিকাশের সহায়ক এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।প্যাপিরাস ডিজি কম এমন উদ্যোগের সাথে সংযুক্ত হতে পেরে গর্বিত এবং আনন্দিত। বসুন্ধরা গ্রুপ দেশ ও জনগণের সেবাকে পণ্য হিসেবে গ্রহণ করে কাজ করে যাচ্ছে।শুধুমাত্র ব্যবসার মাধ্যমে মুনাফা তৈরিতে এই গ্রুপ বিশ্বাসী নয়, একই সাথে মানুষ ও দেশের সেবায় নিয়োজিত রয়েছে অবিরাম।বসুন্ধরা নুডল্স পুষ্টি গুনে শুধুমাত্র মেধার বিকাশের কথা চিন্তা করেনা, বিনামূল্যে শিক্ষা প্রদান করে জাতির উন্নতির কথা চিন্তা করে। এজন্যই তারা “বিনাতারের পাঠশালা” নিয়ে এগিয়ে যাচ্ছে শিক্ষার সাথে। দেশ ও মানুষের কল্যাণে দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ কাজ করে যাচ্ছে নিরলস ভাবে; “বিনাতারের পাঠশালা” ক্যাম্পেইনটিও এর কমই এক সেবামূল কউদ্যোগ।

উপস্থিত কর্মকর্তাবৃন্দ কেক কেটে অনুষ্ঠানিক উদ্বোধন করেন "বিনাতারের পাঠশালা" ক্যাম্পেইন।অনুষ্ঠানে ক্যাম্পেইনটির অডিও ভিজ্যুয়াল এবং ওয়েবসাইট-টি বিশদভাবে উপস্থাপন করেন বসুন্ধরা নুডুলস এর ব্র্যান্ড ম্যানেজার তাফসিরুল হক।

www.bashundharanoodles.com/binatarerpathshala/ ওয়েবসাইটে গিয়ে শুধু রেজিস্ট্রেশন সম্পন্ন করলেই উম্মোচিত হবে শিক্ষার এক নতুনদ্বার। এই উদ্যোগের সাথে আগামী প্রজন্মের মেধার বিকাশের মাধ্যমে দেশ ও এগিয়ে যাবে উন্নতির এক মাত্রায়, এমনই আশাবাদ ব্যাক্ত করেন অনুষ্ঠানে আগত সকলেই।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: