South east bank ad

ভারতে অনুষ্ঠেয় ভিডব্লিউ পোলো কাপ রেসে লড়বেন অভীক আনোয়ার

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠেয় ‘ভি ডব্লিউ পোলো কাপ’-এ অংশ নিতে যাচ্ছেন প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক মোটরস্পোর্টস বিজয়ী অভীক আনোয়ার। রেসটিতে তার লিড স্পন্সর হিসেবে থাকছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)।

ভারতীয়দের পাশাপাশি বিশ্বের সব প্রান্ত থেকেই রেসাররা এ ইভেন্টে অংশ নেবেন। চেন্নাইয়ের মাদ্রাজ মোটর রেস ট্র্যাকে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর রেসের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। আবহাওয়া ভালো থাকলে সব মিলিয়ে দুই থেকে তিনটা রেস অনুষ্ঠিত হবে।
অভীক আনোয়ার এর আগে ‘ভি ডব্লিউ অ্যামিও কাপ’-এ ২০১৯ সালে সব মিলিয়ে তৃতীয় এবং ২০২০ সালে তৃতীয় হয়ে কোয়ালিফাই করার কৃতিত্ব অর্জন করেন।

এমজিআইয়ের লিড স্পন্সরশিপে এরই মধ্যে অভীক আনোয়ার প্রথম বাংলাদেশি হিসেবে ইউএই প্রো চ্যাম্পিয়ন্স জিটি৮৬ ক্লাস কোয়ালিফাই এবং বিজয়ী হয়েছেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: