শিরোনাম

South east bank ad

দেশের প্রথম ব্লুটুথ কানেক্টেড স্কুটার আনল টিভিএস

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বাংলাদেশে প্রথম ব্লুটুথ কানেক্টেড স্কুটার টিভিএস এনটর্ক ১২৫ সিসি রেস এডিশন আনল টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড। এ উপলক্ষে সম্প্রতি ভার্চুয়াল মাধ্যমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এ অনুষ্ঠানে টিভিএস অটো দেশের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হুসেইন বলেন, আমরা বাংলাদেশের মার্কেটে টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন বাজারজাত করতে পেরে আনন্দিত। স্মার্ট স্কুটার হিসেবে এটি একজন রাইডারকে সর্বোত্তম সন্তুষ্ট করতে বদ্ধপরিকর। টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন একটি বিশেষ ধরনের স্কুটার, যা তরুণ গ্রাহকদের আকাঙ্ক্ষা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে।


টিভিএস মোটর কোম্পানির ইন্টারন্যাশনাল বিজনেসের প্রেসিডেন্ট আর দিলীপ জানান, টিভিএস মোটর কোম্পানি সবসময় আমাদের গ্রাহকদের আকাঙ্ক্ষা পূরণে সর্বোত্তম প্রযুক্তির সঙ্গে মোটরসাইকেল উদ্ভাবন করার ওপর সর্বাধিক গুরুত্বারোপ করে থাকে। টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন বাজারজাত করার সঙ্গে সঙ্গে আমরা বাংলাদেশের তরুণদের জন্য একটি আকর্ষণীয়, উদ্ভাবনী এবং উন্নত স্কুটার নিয়ে এসেছি। স্কুটারটি সারা বিশ্বে জেনারেশন জেডের মধ্যে এরই মধ্যে পারফরম্যান্স, স্টাইল ও প্রযুক্তি দিয়ে প্রিয় স্কুটার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: