তামিম ইকবাল সেভেন রিংস সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর

দেশের সিমেন্ট ব্র্যান্ড সেভেন রিংস সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। সেভেন রিংস সিমেন্টের করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তিতে স্বাক্ষর করেন পরিচালক তাহমিনা আহমেদ।
এ সময় সেভেন রিংস সিমেন্টের ডিরেক্টর অ্যান্ড সিইও শেখ রায়হান আহমেদ, ডিরেক্টর সাইফ রহমান, সিএফও অ্যান্ড কোম্পানি সেক্রেটারি মো. কাউসার আলম, সিটিও নান্টু কুমার দে, চিফ মার্কেটিং অফিসার গৌতম চ্যাটার্জি, হেড অব এমএসডি মো. হারুন-উর-রশিদ, ডিজিএম ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস আতিক আকবর উপস্থিত ছিলেন।