শিরোনাম

South east bank ad

নেস্‌লে বাংলাদেশ ও হাউস অব ভলান্টিয়ার্স এর মধ্যে চুক্তি

 প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

নেস্‌লে বাংলাদেশ ও হাউস অব ভলান্টিয়ার্স এর মধ্যে চুক্তি

নেস্‌লে বাংলাদেশ দেশের ভবিষ্যৎ প্রজন্মকে পানির সংকট নিরসনের লক্ষ্যে উদ্বুদ্ধ করতে সম্প্রতি হাউস অব ভলান্টিয়ার্স ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়েছে।

নেস্‌লে বাংলাদেশ ও হাউস অব ভলান্টিয়ার্স ফাউন্ডেশন সম্প্রতি এ বিষয়ে চুক্তি সই করেছে। নেস্‌লে বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর নকীব খান বলেন, বিশ্বজুড়ে নেস্‌লে 'রোডম্যাপ টু নেট জিরো' ব্যানারে পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ চুক্তি তারই একটি অংশ।

চুক্তির আওতায় 'বাংলাদেশ স্টকহোম জুনিয়র ওয়াটার প্রাইজ' স্পন্সর করবে ওয়াটার এইডের সঙ্গে, যেখানে হাউস অব ভলান্টিয়ার্স পানির সংকট মোকাবিলা বিষয়ে জাতীয় প্রতিযোগিতা, পানির বিজ্ঞান নিয়ে প্রজেক্ট করে ছাত্রছাত্রীদের তৈরি করবে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য। নেস্‌লে বাংলাদেশের ডিরেক্টর (লিগ্যাল ও ট্যাক্স) ও কোম্পানি সচিব দেবব্রত রায় চৌধুরী এবং হাউস ওব ভলান্টিয়ার্স ফাউন্ডেশনের জাফরুল হাসান।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: