শিরোনাম

South east bank ad

ওয়ালটনের ক্যাশব্যাক অফারে ফ্রি ল্যাপটপ পেলেন ফ্রিল্যান্সার

 প্রকাশ: ২১ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ওয়ালটন ল্যাপটপ কিনে শতভাগ ক্যাশব্যাক পেয়েছেন চাঁদপুরের ফ্রিল্যান্সার নাজমুল হাসান। নাজমুল হাসান বাড়িতে থেকে পড়াশোনার পাশাপাশি মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সিং) হিসেবে কাজ করছেন।

তিনি গত ১৩ জানুয়ারি প্রিলুড এন৫০০১ মডেলের ল্যাপটপটি কিনে শতভাগ ক্যাশব্যাক পান। ল্যাপটপটির দাম ২৮ হাজার ৭৫০ টাকা। এর ফলে ল্যাপটপটি তিনি সম্পূর্ণ ফ্রি পেয়েছেন। সব মডেলের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি এবং এক্সেসরিজে ১০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক দিচ্ছে ওয়ালটন। ৩১ মার্চ পর্যন্ত এ অফার চলবে।

নগদ মূল্য ও কিস্তি সুবিধায় ওয়ালটন কম্পিউটার পণ্য কেনার ক্ষেত্রেও ক্যাশব্যাক মিলছে। ক্রেডিট কার্ডে বিনা ইন্টারেস্টে ইএমআই সুবিধা দিচ্ছে ওয়ালটন প্লাজা। পাশাপাশি অনলাইনের ই-প্লাজা থেকে অর্ডার করলে থাকছে ব্যাপক মূল্যছাড়। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য ওয়ালটন ল্যাপটপ কেনায় রয়েছে বিশেষ সুবিধা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: