শিরোনাম

South east bank ad

ঢামেককে করোনার নমুনা সংগ্রহের ৩টি বুথ দিল প্রাণ-আরএফএল

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   কনজুমার প্রোডাক্টস

কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে তিনটি নমুনা সংগ্রহের বুথ (উইস্ক কেবিন) দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল। বুধবার (২৯ এপ্রিল) প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের কাছে নমুনা সংগ্রহের বুথ হস্তান্তর করেন। এ সময় ঢামেকের ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মনিরা পারভীন উপস্থিত ছিলেন। বৃহস্পতিাবার (৩০ এপ্রিল) প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগের কর্মকর্তা জিয়াউল হক স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, করোনাভাইরাস অত্যন্ত ছোঁয়াচে রোগ। যারা কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহ করছেন তাদের কেউ কেউ নমুনা সংগ্রহ করতে গিয়ে সংক্রমিত হচ্ছেন। নমুনা সংগ্রহের বুথে থাকা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা একান্ত প্রয়োজন। এ কারণেই প্রাণ-আরএফএল গ্রুপ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে উইস্ক কেবিন প্রদান করেছে। কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহের বুথ প্রদান করায় এ সময় প্রাণ-আরএফএল গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন ঢামেকের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। এর আগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালকে একটি নমুনা সংগ্রহের বুথ দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সম্প্রতি উইস্ক কেবিন নামে নমুনা সংগ্রহের বুথ তৈরি করছে প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গেটওয়েল লিমিটেড। বায়ু নিরোধক এ কেবিন স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে। তাছাড়া প্রতিটি নমুনা সংগ্রহের পরে পিপিই পরিবর্তনের প্রয়োজন হয় না এবং নমুনা সংগ্রহে তুলনামুলক কম জনবল প্রয়োজন হয়। এটি সামাজিক দূরত্ব নিশ্চিত করে। গেটওয়েল উইস্ক কেবিন সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় প্রতিস্থাপন করা যায়। অথবাডটকমের মাধ্যমে অর্ডার করে অথবা প্রাণ-আরএফএল গ্রুপের কাস্টমার কেয়ার সেন্টারে (০৯৬১৩৭৩৭৭৭) যোগাযোগ করে যে কেউ পণ্যটি সংগ্রহ করতে পারবেন।
BBS cable ad

কনজুমার প্রোডাক্টস এর আরও খবর: