শিরোনাম

South east bank ad

নাম পরিবর্তন করবে তাওফিকা ফুডস

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কনজুমার প্রোডাক্টস

নাম পরিবর্তন করবে তাওফিকা ফুডস

পুঁঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান তাওফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির বর্তমান নাম ‘তাওফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ পরিবর্তন করে ‘তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি’ অথবা রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি)- এমন সহজলভ্য নাম রাখতে চায়। এজন্য অবশ্য কোম্পানিটির মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেল অব অ্যাসোসিয়েশন সংশোধন করতে হবে। কোম্পানিটি নাম পরিবর্তনের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২৪ মে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আয়োজন করেছে। ওইদিন সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএম-সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৯ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিয়ে নাম পরিবর্তন করতে পারবে।

BBS cable ad

কনজুমার প্রোডাক্টস এর আরও খবর: