মিনিস্টার এসিতে চলছে ‘বাজিমাত’ অফার

ইলেকট্রনিক ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদন এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পণ্য মিনিস্টার এসিতে চলছে ‘বাজিমাত’ অফার। এর আওতায় ক্রেতারা নগদ অথবা কিস্তিতে এসি ক্রয়ে পাচ্ছেন ৩৭ হাজার টাকা পর্যন্ত ছাড়। সেই সঙ্গে রয়েছে গিফট ভাউচার, এর মাধ্যমে ক্রেতারা পাবেন খাবারসহ একদিন-একরাত রিসোর্টে কাপল ট্যুর এবং মিনিস্টারের হোম কেয়ার ও ইলেকট্রনিক পণ্য ক্রয়ের বিশেষ সুযোগ।