আজ বিডি মিজুর জন্মদিন

বিডি মডেল হাউজের স্বত্তাধিকারী বিডি মিজুর আজ জন্মদিন। দিবসটি উদযাপনে শোবিজের শুভানুধ্যায়ীদের সাথে এক প্রাণবন্ত আড্ডায় মেতে উঠবেন এই মিডিয়া ব্যক্ত্বিত্ব। এই আনন্দ আয়োজনে উপস্থিত থাকবেন সাংবাদিক, মডেল, অভিনেত্রীসহ মিডিয়ার সবশ্রেণীর মানুষ। আগামী দিনগুলোতে ভালো কিছু করার প্রত্যয়ে সবশ্রেণীর মানুষের কাছে দোয়া চেয়েছেনি বিডি মিজু। জন্মদিনে তিনি নতুন কাজের ঘোষনা দিবেন বলে জানালেন। শুভেচ্ছা জানাতে ইতোমধ্যেই অগণিত শুভাকাঙ্খী ও শোবিজের বাসিন্দাদের ভালোবাসায় উচ্ছসিত হয়েছেন দারুনভাবে। ফেসবুক ম্যাসেঞ্জার, মুঠোফোনে এস এম এস বার্তা ও ফোন করে ইতোমধ্যেই প্রিয় মানুষদের ভালোবাসায় উচ্ছসিত হয়েছেন তিনি।