শিরোনাম

South east bank ad

বন্ড ছাড়বে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড

 প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

৫০০ কোটি টাকার মুদারাবা পারপেচুয়াল বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এই বন্ডের নাম হবে ‘এআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড’, যা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে ব্যাংকটি ব্যাসেল-থ্রি কমপ্লায়েন্স পরিপালনের জন্য মূলধন ভিত্তি শক্তিশালী করবে। বন্ড ইস্যুর আগে ব্যাংকটিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: