মার্কেন্টাইল ব্যাংকের "সাস্টেইনেবল অ্যান্ড গ্রীন ফাইন্যান্সিং ইন ব্যাংকিং সেক্টর” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংক গত ২৪ মে "সাস্টেইনেবল অ্যান্ড গ্রীন ফাইন্যান্সিং ইন ব্যাংকিং সেক্টর” শীর্ষক একটি কর্মশালা আয়োজন করে। ব্যাংকের ৩৯টি শাখা হতে আগত কর্মকর্তাগণ আলোচ্য কর্মশালায় অংশগ্রহণ করেন।
মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান কোর্সটি উদ্বোধন করেন। জনাব হাসান তাঁর উদ্বোধনী বক্তব্যে সাস্টেইনেবল ফাইন্যান্স এবং গ্রীন ব্যাংকিং এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোকপাত করেন এবং এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা/গাইডলাইন্স যথাযথভাবে অনুসরণের জন্য অংশগ্রহণকারী কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করেন।
মোঃ জাকির হোসেন, ডিএমডি অ্যান্ড সিআরও কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি। বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলি ও জয়েন্ট ডিরেক্টর মোঃ আবু রায়হান কর্মশালায় রিসোর্স স্পিকার হিসেবে সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণটি সঞ্চালনার পাশাপাশি একটি সেশন পরিচালনা করেন ট্রেনিং ইনস্টিউিটের প্রিন্সিপাল জাভেদ তারিক।