শিরোনাম

South east bank ad

হীড বাংলাদেশকে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে মধুমতি ব্যাংক

 প্রকাশ: ২৮ মে ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

হীড বাংলাদেশকে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে মধুমতি ব্যাংক

মধুমতি ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় ‘দুস্থ নারী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র’ প্রকল্পে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে হীড বাংলাদেশকে ৫ লাখ টাকা অনুদান হিসেবে দিয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মধুমতি ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম, হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে ব্যাংকের মিরপুর শাখার ব্যবস্থাপক মো. ফজলে মাহমুদ ও হীড বাংলাদেশের ফাইন্যান্স পরিচালক নিখিল চন্দ্র সাহাসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: