সিটি ব্যাংকের ডিএমডি হলেন আশানুর রহমান

সিটি ব্যাংক পিএলসির ডিএমডি হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. আশানুর রহমান। এর আগে তিনি এসইভিপি ও চিফ ইকোনমিস্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
আশানুর রহমান ২০০৪ সালে মার্কেন্টাইল ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালে সিটি ব্যাংকে যোগ দিয়ে তিনি ব্যাংকের ক্রেডিট, লিগ্যাল ও রিকভারি কার্যক্রমে মৌলিক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ প্রতিষ্ঠা করেন।
পরবর্তী সময়ে আশানুর রহমান রয়্যাল ব্যাংক অব কানাডায় পাঁচ বছর কাটিয়ে ২০১৯ সালে আবারো সিটি ব্যাংকে ফেরেন। তখন তিনি চিফ ইকোনমিস্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।