রূপালী ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও রূপালী ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমিতে সম্প্রতি আয়োজিত এ সম্মেলনে স্থানীয় ২৩টি বিদ্যালয়ের শিক্ষার্থী ও ২২টি তফসিলি ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখার নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের বরিশাল পরিদর্শন বিভাগের নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ মাসুম ও প্রধান কার্যালয়ের যুগ্ম পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান এবং জেলা শিক্ষা কর্মকর্তা মো. আ জব্বার।