জয়পুরহাটে মাসব্যাপী কুটির শিল্প ও বাণিজ্য মেলা শুরু

জয়পুরহাটে মাসব্যাপী শুরু হয়েছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা। জয়পুরহাট প্রেস ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ট্রাক টার্মিনাল চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। এ সময় জয়পুরহাট জেলা পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দনসহ অনেকে উপস্থিত ছিলেন। মেলায় হস্ত, বস্ত্র, কুটির শিল্প, প্রসাধনী, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের পণ্যের ৪০টি স্টল রয়েছে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য ১০টি রাইডসহ রয়েছে খেলাধুলার ব্যবস্থা।