শিরোনাম

South east bank ad

নতুন ব্যাংক বিজিসিবির লোগো উন্মোচন

 প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

নতুন অনুমোদন পাওয়া বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের (বিজিসিবি) লোগো উন্মোচিত হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে ব্যাংকটির লোগো উন্মোচন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বাংলাদেশের সদ্য অনুমোদিত একটি তফসিলি বাণিজ্যিক ব্যাংক। ৬০তম ব্যাংক হিসেবে এটি যাত্রা করতে যাচ্ছে। গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ৪০২তম পর্ষদ সভায় ব্যাংকটির চূড়ান্ত অনুমোদন পায়। ব্যাংকটির মোট উদ্যোক্তা ২৪ জন।

গতকাল লোগো উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিসিবির চেয়ারম্যান জসিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ, উপদেষ্টা শহিদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিজিসিবির চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ষষ্ঠ প্রজন্মের ও দেশের সর্বকনিষ্ঠ ব্যাংক হিসেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক একটি গ্রাহকবান্ধব ডিজিটাল ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করতে চায়। গ্রাহককে যেন ব্যাংকে আসতে না হয়, সেজন্য ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেয়ার কথা বলেন তিনি।

জসিম উদ্দিন বলেন, ব্যবসা দাঁড় করাতে শুরুর দিকে অর্থনৈতিক সহযোগিতা জরুরি। আর সে সহযোগিতা করে নতুন উদ্যোক্তাদের পাশে থাকতে চায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। বর্তমানে ব্যাংকিং খাতে নানামুখী চ্যালেঞ্জ আছে। মানুষের আস্থার সংকটও আছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে কাজ করবে এ ব্যাংক। পাশাপাশি এ ব্যাংকের উদ্যোক্তাদের ব্যবসার সুখ্যাতিকে ভিত্তি করে বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের পাশাপাশি মাঝারি ও ছোট প্রতিষ্ঠানের সঙ্গেও ব্যবসা করার কথা জানান তিনি।

বিজিসিবির প্রধান নির্বাহী তারিক মোর্শেদ বলেন, বাংলাদেশে প্রায় ৫০ থেকে ৫৫ শতাংশ মানুষ ব্যাংকিং সেবার বাইরে আছে। তাই করপোরেট ব্যাংকিংয়ের পাশাপাশি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মূল লক্ষ্য হবে সেসব ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তার কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: