প্রধানমন্ত্রীর ত্রাণতহবিলে প্রাইম ব্যাংক এর কম্বল প্রদান
সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে প্রাইম ব্যাংক আসন্ন শীতকালে অসহায় মানুষদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে একলাখ কম্বল প্রদান করেছে।
গত ২৮অক্টোবর, ২০২০ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে কম্বল বিতরণের অনুষ্ঠানে যোগ দেন।
ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রাইম ব্যাংক এর পক্ষে ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এম ফরহাদ হোসেন এফসিএ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের কাছে কম্বল হস্তান্তর করেন।